ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

কূটনৈতিক এলাকার ফুটপাত দখলমুক্ত করা হবে 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
কূটনৈতিক এলাকার ফুটপাত দখলমুক্ত করা হবে  উচ্ছেদ অভিযানে মেয়র আনিসুল হক- ছবি- দিপু মালাকার

ঢাকা: কূটনৈতিক এলাকার সব ফুটপাত দখলমুক্ত করা হবে জানিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক বলেছেন, ফুটপাত দখল করে যেসব ব্লক বসানো হয়েছিলো সেগুলো সরিয়ে নিতে সবাইকে আরো তিনমাস আগেই চিঠি দেওয়া হয়েছিলো। এরমধ্যে অনেকেই সহযোগিতা করেছেন, অনেককে এগুলো সরিয়ে নেওয়ার জন্য বোঝানো হচ্ছে, চিঠি দেওয়া হচ্ছে।

‘যারা সহযোগিতা করছে না তাদেরকে আরো একবার নির্দেশ দেওয়া হবে। এরপরও না মানলে উচ্ছেদ করা হবে।

তবে সবকিছু আলোচনার ভিত্তিতে হচ্ছে’- বলেন মেয়র।

মঙ্গলবার (১১ এ‌প্রিল) বেলা সোয়া ১১টার পর গুলশান-২ নং সার্কেলের ৭৯ নং রোডের ইতালিয়ান দূতাবাসের সামনের অবৈধ ব্লক উচ্ছেদ অভিযান শুরু করে ডিএনসিসি কর্তৃপক্ষ। এরপর শুরু হবে পাকিস্তান হাইকমিশনের অবৈধ অংশের উচ্ছেদ।

উচ্ছেদ অভিযানে অংশ নিয়ে মেয়র আরো বলেন, ফুটপাতগুলো সাধারণ মানুষের চলাচলের উপযুক্ত করতে হবে। দূতাবাসগুলোর নিরাপত্তার বিষয়টি আমরা দেখেবো। আমাদের জনগণকে চলতে দিতে হবে।

অভিযানের নেতৃত্ব দিচ্ছেন ডিএনসিসি মেয়র আনিসুল হক। এতে উপস্থিত রয়েছেন ডিএনসিসি’র প্রধান প্রকৌশলী ব্রিগে‌ডিয়ার জেনারেল ‌মো. সাঈদ আনোয়ারুল ইসলাম, ডিএনসিসি’র নির্বাহী মো. সাজিদ আনোয়ারসহ অন্য কর্মকর্তারা।

এর আগে মেয়র এসব কূটনৈতিক অফিসে বার্তা পাঠিয়েছিলেন। নিজ উদ্যোগে স‌রিয়ে না নেওয়া এসব অবৈধ ব্লক ও পু‌লিশ বক্স উচ্ছেদ করবে ডিএন‌সি‌সি।  

একই অভিযোগে আরও চার দূতাবাসে যাচ্ছে মেয়রের চিঠি। রাশিয়া, অস্ট্রে‌লিয়া, জার্মান ও সৌ‌দি দূতাবাসে এ সংক্রান্ত চিঠি দেবেন মেয়র আনিসুল হক।

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, এ‌প্রিল ১১, ২০১৭
এসএম/জেডএস

আরও পড়ুন

**রাস্তা দখলের চি‌ঠি যাচ্ছে আরও চার দূতাবাসে

** ইতা‌লিয়ান দূতাবাসের অবৈধ অংশ ভাঙা শুরু
** দুই দূতাবাসের অবৈধ অংশ ভাঙা পড়ছে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।