ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় যুবলীগ নেতা হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
সাতক্ষীরায় যুবলীগ নেতা হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ৩

সাতক্ষীরা: সাতক্ষীরায় দুর্বৃত্তদের গুলিতে সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল কবির নিহত হওয়ার ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) বেলা ১১টার দিকে নিহত রাসেলের মা আমেনা খাতুন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় জামায়াত-শিবিরের অজ্ঞাতনামা নেতাকর্মীদের আসামি করা হয়েছে।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা শহরের রাজারবাগান এলাকায় আগরদাড়ি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল কবিরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

রাসেল কবির ২০১৩ সালে জামায়াত শিবিরে সহিংসতায় নিহত সাতক্ষীরা সদর উপজেলা কুচপুকুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।  

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় রাতে ৫ জনকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ শেষে তিনজনকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে বাকী দুইজনকে ছেড়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ১১ এপ্রিল, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।