আসবাব নিতে আতিয়া মহলে। ছবি: আবু বকর- বাংলানিউজ
সিলেট: বাসায় ফেলে যাওয়া আসবাবপত্র নিতে এসেছেন জঙ্গি আস্তানা ‘আতিয়া মহল’ এর বাসিন্দারা।
অপারেশন টোয়াইলাইট চলাকালে প্যারা কমান্ডোদের সরিয়ে নেওয়া ২৮টি ফ্ল্যাটের বাসিন্দারা মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল ১০টার পর থেকে ওই ভবনে প্রবেশ করতে শুরু করেন।
ভবনে এসে তারা নিজ নিজ ফ্ল্যাট থেকে চুর্ণবিচুর্ণ আসবাবপত্র উদ্ধারে লেগে পড়েন।
সিলেট মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বাংলানিউজকে বলেন, বাসিন্দারা আসবাবপত্র সরিয়ে নেওয়ার পর যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে ভবনের দায়িত্ব আতিয়া মহলের মালিকের কাছে হস্তান্তর করা হবে। ![আসবাব নিতে আতিয়া মহলে। ছবি: আবু বকর- বাংলানিউজ](http://www.banglanews24.com/media/imgAll/2016October/bg/photo120170411133737.jpg)
আতিয়া মহলের সত্ত্বাধিকারী উস্তার আলী বাংলানিউজকে বলেন, ভবনটি বুঝে পাওয়ার পর প্রকৌশলী টিমের পরামর্শে পরবর্তীতে কি করা যায় নির্ধারণ করা হবে।
বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
এনইউ/আরআইএস/জেডএম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।