ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দা‌বি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দা‌বি হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দা‌বি। ছবি: শাকিল-বাংলানিউজ

ঢাকা: হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দা‌বিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও নাগ‌রিক সমাবেশ করেছে চার‌টি সংগঠন।

মঙ্গলবার (১১ এপ্রিল)  সকাল সাড়ে ১০টায়  নাগ‌রিক সংহ‌তি, অক্সফাম ও গ্রামীণ স্থা‌য়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারা‌ভিযান (সিএসআরএল) এ নাগ‌রিক সমাবেশ করে।

এসময় বক্তরা বলেন, ২০০১ থেকে ২০১৭ সাল পর্যন্ত আট বার হাওরের ফসল ঘরে তুলতে পারেন‌নি কৃষকেরা।

কারণ টেকসই ফসল রক্ষা বাঁধ তৈরি করা হচ্ছে না। এবারের বন্যায় কৃষকের ক্ষ‌তির প‌রিমাণ ২ হাজার ৫৩ কো‌টি টাকা।

দেশের খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে পড়বে উল্লেখ করে বক্তারা বলেন, হাওরের ক্ষ‌তিগ্রস্ত এলাকাকে দুগর্ত অঞ্চল ঘোষণা করে পরবর্তীতে ফসল না ওঠা পর্যন্ত খাদ্য সহায়তা কর্মসূ‌চি চালু ও বিনামূল্যে কৃ‌ষি উপকরণ সরবরাহ এবং পা‌নি উন্নয়ন বোর্ডের দুর্নী‌তি রোধে কার্যকর কাঠামো গড়ে তোলার দাবি জানান তারা।

সমাবেশে বক্তব্য রাখেন নাগ‌রিক সংহ‌তির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, জাসদ নেতা সাহাবু‌দ্দিন, সুনামগঞ্জ যুব প‌রিষদের সাধারণ সম্পাদক মেনন চৌধুরী, মো আ‌জিজুল হক প্রমুখ।

এ‌দিকে একই দা‌বিতে প্রেসক্লাবের সামনে আরেক‌টি মানববন্ধন করেছে হ‌বিগঞ্জ যুব অ্যাসো‌সিয়েশন ঢাকা। তারা হ‌বিগঞ্জসহ উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকাতে দুর্গত এলাকা ঘোষণার দা‌বি জানায়।

এসময় বক্তব্য রাখেন হ‌বিগঞ্জ যুব অ্যাসো‌সিয়েশনের সভাপ‌তি সৈয়দ কামরুল হাসান, যুবনেতা সে‌লিম চৌধুরীসহ অ্যাসো‌সিয়েশনের নেতারা।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, এপিল ১১, ২০১৭
এসএ/আরআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।