সোমবার (১০ এপ্রিল) বিকেলে নবীগঞ্জ উপজেলার লোগাও গ্রাম থেকে তাকে আটক করে নবীগঞ্জ থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়।
মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুর ১২টায় হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার মো. নাজিম উদ্দিন বাংলানিউজকে জানান, জিজ্ঞাসাবাদ শেষে আবুল খায়ের গোলাপকে গ্রেফতার করা হয়েছে।
২০১৫ সালের ১৭ জুলাই গজনাইপুর ইউপির তৎকালীন চেয়ারম্যান আবুল খায়ের গোলাপের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলাটি করেন একই উপজেলার আতানগীরি গ্রামের রইছ উল্লার স্ত্রী সুকুরি বিবি।
মামলার পরিপ্রেক্ষিতে হবিগঞ্জের পুলিশ সুপারকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। হবিগঞ্জ ডিবি পুলিশের তৎকালীন ওসি মো. মোক্তাদির হোসেন দীর্ঘ তদন্ত শেষে গত বছরের ৩১ জানুয়ারি আবুল খায়ের গোলাপের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে প্রাথমিক তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
প্রতিবেদনে বলা হয়, আবুল খায়ের গোলাপ মানবতাবিরোধী অপরাধের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
এনটি/এএসআর