ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

মেয়ের ১৮ ছেলের ২১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৭ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
মেয়ের ১৮ ছেলের ২১ ১৩৫তম রিফ্রেশার কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন আইনমন্ত্রী আনিসুল হক- ছবি: কাশেম হারুন

ঢাকা: আইন জনগণের। বাল্যবিয়ে বন্ধে যে আইনটা করা হয়েছে তাতে পরিষ্কারভাবে বলা হয়েছে, ১৮ বছরের কম বয়সী মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। ২১ বছরের কম বয়সী ছেলে বিয়ে করতে পারবে না।

তবে জরুরি অবস্থায় যদি বিয়ের প্রয়োজন দেখা দেয় তাহলে অভিভাবকদের অনুমতি ও আদালতের অনুমতিক্রমে বিয়ে হতে পারে। তার মানে এই না যে ১৮ বছর ও ২১ বছরের বিয়ের নিয়ম শিথিল করা হয়েছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটউটে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের বিচার বিভগীয় কর্মকর্তাদের ১৩৫তম রিফ্রেশার কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, জরুরি অবস্থায় পশ্চিমা দেশে যে সব ব্যবস্থা আছে সেগুলো আমাদের দেশে কোনো ধর্মেই প্রয়োগযোগ্য নয়। এ জন্য জরুরি অবস্থার ক্ষেত্রে আমাদের এ রকম একটি বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে। না হলে এতে যে জটিলতা সৃষ্টি হতো সেটি নিরসন করা কঠিন হতো । সে কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এ নিয়ে যে আলাপ আলোচনা হচ্ছে তা নিরর্থক।

শিশু রাকিব হত্যায় মৃত্যুদণ্ডের পরিবর্তে দুই আসামিকে যাবজ্জীবন দেওয়া হয়েছে- সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি রায় পড়ে দেখেনি। রায় বেরিয়েছে কি না জানি না। রায় প্রকাশিত হওয়ার পর সাজা কমানোর কোনো যুক্তি সংগত কারণ রয়েছে কি না সে বিষয়ে জানানো সম্ভব হবে।

১১ এপ্রিল থেকে শুরু হওয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের ১৩৫তম রিফ্রেশার কোর্স চলবে আগামী ১৯ এপ্রিল পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
আরএটি/জিপি/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।