জব্দকৃত জালগুলো পুড়িয়ে ফেলা হচ্ছে/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও একটি বেহেন্দি জাল জব্দ করেছে নৌ-পুলিশ। তবে, এ অভিযানে সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।
উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. কামাল হোসেনের উপস্থিতিতে মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুর ১২টার দিকে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ফেলা হয়।
বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হাসিবুল ইসলাম বাংলানিউজকে বলেন, মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও একটি বেহেন্দি জাল জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য ১ লাখ টাকা।
বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
ওএইচ/জেডএম
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।