ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে গৃহবধূ ধর্ষণে চারজনের মৃত্যুদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
লক্ষ্মীপুরে গৃহবধূ ধর্ষণে চারজনের মৃত্যুদণ্ড লক্ষ্মীপুরে গৃহবধূ ধর্ষণে চারজনের মৃত্যুদণ্ড-ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রশিদপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে চারজনের মৃত্যুদণ্ড ও প্রত্যেকের ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাইদুর রহমান গাজী এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, লক্ষ্মীপুর সদর থানার রশিদপুর গ্রামের আব্দুর জব্বারের ছেলে নাছির (২৮), হাসেমের ছেলে মাসুদ আলম (২০), তোফায়েল আহম্মদের ছেলে বাহার (২৪), আলী আহম্মদের ছেলে মহিন হোসেন (২১)।

এদের মধ্যে মাসুদ আলম পলাতক রয়েছেন। অন্যরা রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৮ আগস্ট দিবাগত রাতে রশিদপুর গ্রামের এক প্রবাসীর স্ত্রীর ঘরের বেড়া কেটে ঢুকে তার হাত পা মুখ বেঁধে পার্শ্ববর্তী বাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায় আসামিরা। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় পরেরদিন (১৯ আগস্ট) প্রবাসীর স্ত্রী বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। আদালত দীর্ঘ শুনানি শেষে এ রায় দেন।

লক্ষ্মীপুর আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল বাশার রায়ের বিষয়টি বাংলানিউজকে জানানন।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
এএটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।