মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাইদুর রহমান গাজী এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, লক্ষ্মীপুর সদর থানার রশিদপুর গ্রামের আব্দুর জব্বারের ছেলে নাছির (২৮), হাসেমের ছেলে মাসুদ আলম (২০), তোফায়েল আহম্মদের ছেলে বাহার (২৪), আলী আহম্মদের ছেলে মহিন হোসেন (২১)।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৮ আগস্ট দিবাগত রাতে রশিদপুর গ্রামের এক প্রবাসীর স্ত্রীর ঘরের বেড়া কেটে ঢুকে তার হাত পা মুখ বেঁধে পার্শ্ববর্তী বাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায় আসামিরা। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় পরেরদিন (১৯ আগস্ট) প্রবাসীর স্ত্রী বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। আদালত দীর্ঘ শুনানি শেষে এ রায় দেন।
লক্ষ্মীপুর আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল বাশার রায়ের বিষয়টি বাংলানিউজকে জানানন।
বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
এএটি/আরআই