মঙ্গলবার (১১ এপ্রিল) ডিএমপি মিডিয়া সেন্টারে পহেলা বৈশাখে নিরাপত্তার বিষয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
ডিএমপি কমিশনার বলেন, পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীর রমনা বটমূল, সোহরাওয়ার্দী উদ্যান, শিশুপার্ক, চারুকলা ইন্সটিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলা একাডেমি, দোয়েল চত্বর, শিশু একাডেমি, হাইকোর্ট ও তৎসংলগ্ন এলাকায় প্রচুর জনসমাগম হবে।
এসব এলাকায় যানবাহন চলাচলে ডিএমপির পক্ষ থেকে বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর জন্য ১৩ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে ১৪ এপ্রিল রাত ৯টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্টিকার যুক্ত গাড়ি ব্যতীত সব ধরনের যানবাহন প্রবেশ বন্ধ থাকবে।
১৪ এপ্রিল ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ওই দিনের জন্য বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবার রাজধানীর ২৬টি পয়েন্টে থাকছে যানবাহনের ডাইভারশন।
ডিএমপি কমিশনার বলেন, ওইদিন সবাইকে ডিএমপির এই ট্রাফিক ব্যবস্থাপনার নির্দেশনা মেনে চলার জন সবাইকে অনুরোধ করছি। মোটরসাইকেল চালক কোনো আরোহী বহন করতে পারবেন না। তবে যদি কেউ তার স্ত্রী ও নাবালক সন্তানকে নিয়ে যায় সেক্ষেত্রে ছাড় দেওয়া যেতে পারে।
যেসব রাস্তায় ডাইভারশন থাকছে:
মিরপুর হতে বিভিন্ন রুটের যে সব বাস ফার্মগেট হয়ে গুলিস্থান কিংবা সায়েদাবাদ-যাত্রাবাড়ী যাবে, সে সব বাস হোটেল সোনারগাঁও থেকে বামে মোড় নিয়ে রেইনবো ক্রসিং হয়ে মগবাজার দিয়ে সোজা মালিবাগ মোড় হয়ে গন্তব্যে যাবে। অন্যান্য গাড়ি হোটেল সোনারগাঁও থেকে সোজা এসে বাংলামোটরে বামে মোড় দিয়ে মগবাজার থেকে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি হয়ে কাকরাইল চার্চ বামে মোড় নিয়ে গন্তব্যে যাবে এবং আসবে।
এদিকে, মোহাম্মদপুর হতে যে সব রুটের বাস মতিঝিল হয়ে সায়েদাবাদ-যাত্রাবাড়ি-শ্যামপুর যাবে সেসব রুটের বাস মোহাম্মদপুর-সাইন্সল্যাব-নিউমার্কেট-বেবী আইসক্রিম মোড়-ঢাকেশ্বরী মন্দির-বকশীবাজার-চাঁনখারপুল দিয়ে গুলিস্থান হয়ে গন্তব্যে যাবে এবং আসবে তবে প্রাইভেটকারসমূহ সাইন্সল্যাব থেকে কাঁটাবন পর্যন্ত আসতে পারবে এবং কাঁটাবন থেকে ডানে বামে যেতে পারবে।
টঙ্গী-এয়ারপোর্ট থেকে যে সব রুটের বাস গুলিস্থান ও সায়েদাবাদ যাতায়াত করে সে সব রুটের বাস টঙ্গী-বিমানবন্দর-বিশ্বরোড বামে মোড় নিয়ে প্রগতি সরণি ধরে মালিবাগ রেলক্রসিং বামে মোড় নিয়ে খিলগাঁও ফ্লাইওভার ধরে গন্তব্যে যাবে-আসবে এবং অন্যান্য গাড়ি মহাখালী হয়ে মগবাজার-কাকরাইল চার্চ বামে মোড় নিয়ে গন্তব্যে যাবে এবং আসবে।
ধামরাই, মানিকগঞ্জ, গাবতলী থেকে যে সব রুটের বাস এবং অন্যান্য গাড়ি গুলিস্থান, ফুলবাড়ীয়া যাতায়াত করে সে সব রুটের বাস ও অন্যান্য গাড়ি মানিকগঞ্জ-ধামরাই-গাবতলী-মিরপুর রোড ধরে সাইন্সল্যাব সোজা নিউমার্কেট-আজিমপুর-বেবি আইসক্রিম মোড়-ঢাকেশ্বরী মন্দির-বকশিবাজার-চাঁনখারপুল হয়ে গন্তব্যে যাবে এবং আসবে।
যে সব রাস্তায় যানচলাচল বন্ধ থাকবে:
বাংলামোটর-পুরাতন অ্যালিফ্যান্ট রোড ও টেলিযোগাযোগ ভবন ক্রসিং-পরিবাগ ক্রসিং-রূপসীবাংলা ক্রসিং, শাহবাগ ক্রসিং-মৎস্য ভবন-কদম ফোয়ারা ক্রসিং-হাইকোর্ট ক্রসিং; জিরো পয়েন্ট হতে হাইকোর্ট ক্রসিং এবং ইউবিএল থেকে কদম ফোয়ারা; হোটেল রূপসী বাংলা ক্রসিং-মিন্টো রোড-বেইলি রোড-হেয়ার রোড কাকরাইল মসজিদ ক্রসিং বামে মোড়-চার্চ ক্রসিং–মৎস্য ভবন ক্রসিং পর্যন্ত।
এদিকে, নীলক্ষেত ক্রসিং হতে টিএসসি ক্রসিং, পলাশী মোড় হতে শহীদ মিনার হয়ে দোয়েল চত্বর ক্রসিং, বকশিবাজার হতে জগন্নাথ হল হয়ে টিএসসি ক্রসিং, হাইকোর্ট ক্রসিং-দোয়েল চত্বর ক্রসিং-শহিদুল্লাহ হল ক্রসিং এবং নৌবাহিনী ভর্তি তথ্য কেন্দ্র হতে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত।
যে স্থানে থাকছে পার্কিংয়ের ব্যবস্থা:
নৌবাহিনী ভর্তি তথ্য কেন্দ্র হতে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত (উত্তর দিকের গাড়িসমূহ), জিরো পয়েন্ট থেকে ইউবিএল এবং ইউবিএল থেকে দৈনিক বাংলা, কার্জন হল থেকে বঙ্গবাজার হয়ে ফুলবাড়িয়া (দক্ষিণ দিকের গাড়িসমূহ), মৎস্য ভবন থেকে সেগুনবাগিচা (আইন-শৃঙ্খলা বাহিনীর গাড়িসমূহ), শিল্পকলা একাডেমির গলি (আইন-শৃঙ্খলা বাহিনীর গাড়িসমূহ), সুগন্ধা হতে অফিসার্স ক্লাব (ভিআইপি গাড়ি ও মিডিয়ার গাড়ি পার্কিং), কাঁটাবন হতে নীলক্ষেত হয়ে পলাশী (দক্ষিণ-পশ্চিম দিকের গাড়ি)।
বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
এসজেএ/এএটি/এমজেএফ