ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় একটি ফিলিং স্টেশনকে জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
আশুলিয়ায় একটি ফিলিং স্টেশনকে জরিমানা

আশুলিয়া, সাভার: আশুলিয়ায় তেলের সঙ্গে পানি মিশিয়ে বিক্রির অপরাধে একটি ফিলিং স্টেশনকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিদপ্তর।

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে আশুলিয়ার জামগড়া ছয়তলা এলাকায় মেসার্স ঈশা ফিলিং স্টেশনে থানা পুলিশের সমন্বয়ে সহকারী পরিচালক আব্দুল জাব্বার মণ্ডলের নেতৃতে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ জরিমানা করেন।

আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মশিউর রহমান নয়ন বাংলানিউজকে জানান, ৩ জানুয়ারি একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপকের অভিযোগের ভিত্তিতে ঈশা ফিলিং স্টেশন থেকে নমুনা সংগ্রহ করা হয়।

পরে তা পরীক্ষাগারে প‍াঠানো হলে প্রায় তিন মাস পরীক্ষা নিরীক্ষা শেষে তেলের সঙ্গে পানি মিশ্রণের প্রমাণ পাওয়া যায়। পরে এ বিষয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে জানানো হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জাব্বার মণ্ডল বাংলানিউজকে জানান, তথ্য প্রমাণের ভিত্তিতে ঈশা ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। এসময় তেলের সঙ্গে পানি মিশিয়ে বিক্রির জন্য ওই ফিলিং স্টেশনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।