মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে আশুলিয়ার জামগড়া ছয়তলা এলাকায় মেসার্স ঈশা ফিলিং স্টেশনে থানা পুলিশের সমন্বয়ে সহকারী পরিচালক আব্দুল জাব্বার মণ্ডলের নেতৃতে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ জরিমানা করেন।
আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মশিউর রহমান নয়ন বাংলানিউজকে জানান, ৩ জানুয়ারি একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপকের অভিযোগের ভিত্তিতে ঈশা ফিলিং স্টেশন থেকে নমুনা সংগ্রহ করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জাব্বার মণ্ডল বাংলানিউজকে জানান, তথ্য প্রমাণের ভিত্তিতে ঈশা ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। এসময় তেলের সঙ্গে পানি মিশিয়ে বিক্রির জন্য ওই ফিলিং স্টেশনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
এনটি