মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের জয়গুণজোত এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শরিফুল সাতমেরা ইউনিয়নের ডুবানুচি গ্রামের হাতেম আলীর ছেলে।
পরিবারের বরাত দিয়ে দেবনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মহসিন আলী বাংলানিউজকে জানান, সোমবার (১০ এপ্রিল) রাতে করতোয়া নদীতে মাছ ধরতে যান শরিফুল। রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজনের সন্দেহ হয়। তারা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে মঙ্গলবার সকালে স্থানীয়রা জয়গুণজোত এলাকায় মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র বাংলানিউজকে জানান, ওই যুবকের কোমরে একটি খোলই (মাছ সংরক্ষণের পাত্র) বাঁধা ছিল। তিনি দীর্ঘদিন ধরে মৃগি রোগে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, এ কারণেই পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
আরবি/