ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে ৮ হাজার ৮শ’ পিস ইয়াবাসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
রাজবাড়ীতে ৮ হাজার ৮শ’ পিস ইয়াবাসহ আটক ৩

রাজবাড়ী: রাজবাড়ীতে পৃথক অভিযান চালিয়ে আট হাজার ৮শ' পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সদস্যরা।

মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে জেলা সদরের শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রাম থেকে ও দুপুরে জেলা শহরের সজ্জনকান্দার সেগুন বাগিচা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- নিমতলা গ্রামের মৃত কাদের মোল্লার ছেলে রহিম মোল্লা (২৮), সজ্জনকান্দা এলাকার মৃত নুরুল হোসেন খানের ছেলে আনিসুর রহমান সেলিম ওরফে চাচা সেলিম (৩৫) ও জেলা সদরের চরবাগমারা গ্রামের মৃত আনসার মিয়ার ছেলে ফারুক মিয়া  (৩৩)।

রাজবাড়ী জেলা মাদক নিয়ন্ত্রণ অফিসের সহকারী পরিচালক রাজীব মিনা বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭টার দিকে নিমতলা গ্রামে রহিম মোল্লার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার বসতঘর থেকে ১৮শ' পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

এছাড়া দুপুর ১২টার দিকে জেলা শহরের সজ্জনকান্দার সেগুন বাগিচা এলাকায় আনিস মোল্লার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় সাত হাজার পিস ইয়াবাসহ আনিস ও তার সহযোগী ফারুক মিয়াকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৪৪ লাখ টাকা।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।