ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

বিজয়নগরে বাস চাপায় রিকশাচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
বিজয়নগরে বাস চাপায় রিকশাচালক নিহত

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাসের নিচে চাপা পড়ে আলী আকবর (৪৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১০ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার বুধন্তি ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের আলীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আলী আকবর আলীনগর গ্রামের বাসিন্দা।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির বাংলানিউজকে জানান, দুপ‍ুরে ঢাকা-সিলেট মহাসড়কে একটি বাস রিকশাচালক আলী আকবরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বাসটিকে আটক করা গেলেও চালককে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।