মঙ্গলবার (১০ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার বুধন্তি ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের আলীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আলী আকবর আলীনগর গ্রামের বাসিন্দা।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির বাংলানিউজকে জানান, দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে একটি বাস রিকশাচালক আলী আকবরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বাসটিকে আটক করা গেলেও চালককে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
এনটি