ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে অভিযান চালিয়ে যৌনকর্মীসহ আটক ৪৯

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
গাজীপুরে অভিযান চালিয়ে যৌনকর্মীসহ আটক ৪৯

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় অভিয়ান চালিয়ে যৌনকর্মীসহ ৪৯ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে চান্দনা চৌরাস্তা, বোর্ডবাজার ও কোনাবাড়ি এলাকার আটটি আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়। এদের মধ্যে ২৪জন নারী ও ২৫জন পুরুষ রয়েছেন।

জয়দেবপুর থানাধীন ভোগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) মো. জাকির হোসেন জানান, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর রশিদের নির্দেশে তিনি এ অভিযানের নেতৃত্ব দেন। এসময় বোর্ডবাজার এলাকায় মেট্রোরাজ ও ময়নামতি এবং চান্দনা চৌরাস্তা এলাকায় রয়েল, রাজ ও প্যারেট আবাসিক হোটেল থেকে ১৭জন নারী ও ১৮জন পুরুষসহ ৩৫জনকে আটক করা হয়।

অপরদিকে জয়দেবপুর থানার কোনাবাড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. মোবারক হোসেন জানান, তার নেতৃত্বে সিটি করপোরেশনের কোনাবাড়ি এলাকায় রেইনবো, ডিমল্যান্ড ও ইয়ার আবাসিক হোটেল থেকে যৌনকর্মীসহ ১৪জনকে আটক করা হয়। এর মধ্যে সাতজন নারী ও সাতজন পুরুষ রয়েছেন।

আটকদের বিরুদ্ধে জয়দেবপুর থানায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
আরএস/এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।