মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা এ দণ্ডাদেশ দেন।
সুরুজ্জামান জেলার কলমাকন্দা উপজেলার শালজান গ্রামের মৃত লাহু মিয়ার ছেলে।
মামলার বিবরণে উল্লেখ রয়েছে, ২০১৫ সালের ২১ অক্টোবর (বুধবার) রাতে দুর্গাপূজা দেখতে গিয়ে নিখোঁজ হন কলমাকন্দার খারনৈ ইউনিয়নের বাগারপার গ্রামের সুনীল চন্দ্র দাসের ছেলে ভজন চন্দ্র দাস। কোথাও ছেলেকে খুঁজে না পেয়ে পরদিন কলমাকান্দা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা। শেষে সোমবার সকালে উপজেলা সদরের পশ্চিম বাজারের একটি চালকলের চুল্লির কাছ থেকে ভজনের বস্তাবন্দি মাথা বিহীন দেহ উদ্ধার করে পুলিশ। আর পাশের আবর্জনার ভেতরে পাওয়া যায় মাথা। ওই দিনগত রাতেই তার বাবা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা কলমাকান্দা থানার সেই সময়ের উপপরিদর্শক (এসআই) শফিকুজ্জামান ২০১৬ সালের ফেব্রুয়ারিতে আদালতে অভিযোগপত্র জমা দেন। ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় মঙ্গলবার আদালত সুরুজ্জামানকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) জি এম খান পাঠান বিমল।
বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
এসআই