ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় বাসচাপায় সাইকেল আরোহী নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
আশুলিয়ায় বাসচাপায় সাইকেল আরোহী নিহত সড়ক দুর্ঘটনায় নিহত রফিকুল ইসলাম

আশুলিয়া, ঢাকা: আশুলিয়ার গনকবাড়ি এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় রফিকুল ইসলাম (৩০) নামে সাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুর দুইটার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার গনকবাড়ি পুরাতন ডিইপিজেড জোন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার বিমসরমার মহিরউদ্দিনের ছেলে।

তিনি পুরাতন ডিইপিজেডের হ্যাঙ্গার প্লাস বিডি লিমিটেড নামে একটি কারখানায় কাজ করতেন।

প্রতক্ষ্যদর্শীরা জানান, দুপুরে কারখানা ছুটির পর ইপিজেড থেকে বের হয়ে সাইকেলে করে শ্রীপুরের দিকে যাচ্ছিলেন রফিকুল। এসময় পলাশ পরিবহন নামে একটি বাস পেছন থেকে তার সাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রফিকুলের মৃত্যু হয়।
আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মোমিনুল হক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এছাড়া বাসটি আটক করতে চেষ্টা চালানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, ১১ এপ্রিল, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।