ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

হাসিনা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করেছেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
হাসিনা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করেছেন বক্তব্য রাখছেন ঢাকা বিশ্ব‌বিদ্যাল‌য়ের ভি‌সি আ আ ম স আ‌রে‌ফিন সি‌দ্দিক। ছবি: শাকিল-বাংলানিউজ

ঢাকা: ঢাকা বিশ্ব‌বিদ্যাল‌য়ের ভি‌সি আ আ ম স আ‌রে‌ফিন সি‌দ্দিক ব‌লে‌ছেন, বাংলাদেশ-ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক অন্য যে কোন দুটি প্রতিবেশী দেশের চেয়ে ভালো থাকবে।

এখন দু‌'দে‌শের জনগ‌ণের সঙ্গে জনগ‌ণের সম্পর্ক আরো বাড়ানোর দরকার আছে। যোগা‌যোগের সু‌বিধা আরো বাড়ানোর প্রয়োজন আ‌ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে কাজটিই করছেন।

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মঙ্গলবার (১১ এপ্র্রিল) সকাল সা‌ড়ে ১০টায়  জাতীয়  প্রেসক্লা‌বে বঙ্গবন্ধু প‌রিষদ আ‌য়ো‌জিত আ‌লোচনা সভায় দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

বাংলাদেশ-ভারত সম্পর্ক কা‌জে লা‌গি‌য়ে উন্নতি সমৃ‌দ্ধির দিকে যেতে হবে মন্তব্য করে ভিসি বলেন, দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু জাতিসংঘ ও জোট নিরপেক্ষ সম্মেলনে যে ভাষণ দিয়েছিলেন তা যুগ যুগ ধরে বিশ্ব মানবতার ও বিশ্ব শান্তির এক অনন্য দলিল। আজও বঙ্গবন্ধুর এই বক্তব্য বিশ্ব নেতারা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। সেদিন বঙ্গবন্ধু বলেছিলেন, আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। যুদ্ধের জন্য বিশ্বে শক্তিশালী রাষ্ট্রগুলো যেভাবে অস্ত্র তৈরি করে ও যুদ্ধে ব্যবহার করে, মূল্যবান জীবনহানি ঘটায় তার বিরুদ্ধে বঙ্গবন্ধু সোচ্চার ছিলেন।

প্রধানমন্ত্রীর ভারত সফর সম্পর্কে ঢাবি ভিসি বলেন, দুই দেশের অমীমাংসিত অনেক সমস্যা রয়েছে। যেগুলো দুই দেশের জনগণের স্বার্থে মীমাংসা হওয়া জরুরী।

তিনি আরো বলেন, যে চুক্তিগুলো হয়েছে তা অবশ্যই দেশের স্বার্থেই করা হয়েছে। আর এটা বাস্তবায়িত হলে দুই দেশের সাধারণ জনগণ এর সুফল ভোগ করবে।

তিনি প্রস্তাব করেন, ভারত ও বাংলাদেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আধুনিক ও সহজ করা এবং ভিসা পদ্ধতি ও উদারীকরণ, সহজ শর্তে প্রদানের ব্যবস্থা করা দরকার।

ড. আনোয়ার হোসেন তার বক্তব্যে প্রধানমন্ত্রীর ভারত সফর অত্যন্ত ফলপ্রসু হলেও দুই দেশের বিরাজমান জাতীয় সমস্যা দ্রুত সমাধানের পথ খুঁজে বের করতে দুই দেশের সরকারের প্রতি অনুরোধ জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মাকসুদ কামাল বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সমস্ত দল ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে এদেশে আর কোনদিনই বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণ বিএনপি-জামায়াতের রাজনীতিকে সমর্থন করবে না।

সভায় আরো বক্তব্য রাখেন, আশা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ডালেম চন্দ্র বর্মণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, বুয়েটের সাবেক প্রো-ভিসি ও ওয়াসার চেয়ারম্যান ড. হাবিবুর রহমান, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. শাহিনুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সাবেক ডিন অধ্যাপক আ ব ম ফারুক, সমাজ বিজ্ঞানের অধ্যাপক ড. মশিউর রহমান, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নীলিমা আক্তার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাকারিয়া মিয়া, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সহ-সভাপতি ড. মোস্তফা সরোয়ার, বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন বীরবিক্রম, বঙ্গবন্ধু পরিষদের দপ্তর সম্পাদক আবদুল মতিন ভূঁইয়া।

সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডা. এস এ মালেক।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, এপিল ১১, ২০১৭
এসএ/আরআইএস/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।