মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর কুমার রায় এই রায় দেন।
ভেদরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোহাম্মদ জিল্লুর রহমান রিগ্যান বাংলানিউজকে জানান, সকালে উপজেলার উত্তর তারাবুনিয়া, চরভাগা ও কাঁচিকাটা ইউনিয়নের পদ্মা নদীর অভয়াশ্রমে নিষিদ্ধ সময় মাছ ধরার সময় চারটি ইঞ্জিন চালিত নৌকা ও ২৫ হাজার মিটার জালসহ ১২ জেলেকে আটক করা হয়।
পরে দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যেমে চার জেলেকে ২৮ দিন করে কারাদণ্ড ও ৮ জেলেকে ১ হাজার করে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত জাল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
এনটি