ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালে গ্রামীণ ব্যাংকের সাবেক দুই কর্মকর্তাকে কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
বরিশালে গ্রামীণ ব্যাংকের সাবেক দুই কর্মকর্তাকে কারাদণ্ড

বরিশাল: গ্রামীণ ব্যাংকের বরিশালের রায়পাশা-কড়াপুর শাখার সাবেক দুই কর্মকর্তাকে ৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

পাশাপাশি উভয়কে ৫ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের দণ্ড দেওয়া হয়েছে।  

দণ্ডিতরা হলেন- ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপক ও যশোরের ছাতিয়ানতলার জয়নাল আবেদীন দফাদারের ছেলে দেলোয়ার হাসান এবং সাবেক কর্মকর্তা ও শরণখোলার চালিতাবুনিয়ার হাতেম আলী পাহলান’র ছেলে মো. শাহআলম পাহলান।

মঙ্গলবার (১১ এপ্রিল) বরিশালের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক দিলিপ কুমার ভৌমিক আসামিদের অনুপস্থিতিতে এ রায় দেন।  

আদালত সূত্র জানায়, ২০১০ সালের ৭ জুন থেকে ২০১১ সালের ৭ জুলাই পর্যন্ত শাখার কর্মকর্তা হিসেবে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে এক সদস্যের ২ লাখ টাকা আমানত আত্মসাৎ করেন তারা।  

এ ঘটনায় ২০১২ সালের ৩ অক্টোবর কোতয়ালী মডেল থানায় মামলা করেন দুদকের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী।  

২০১৪ সালের ১০ অক্টোবর উভয়কে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন দুদকের সহকারী পরিচালক বাহাদুর আলম।  

বিচারক ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার এ রায় দেন।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
এমএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।