ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

রাঙ্গামাটিতে দরিদ্র নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
রাঙ্গামাটিতে দরিদ্র নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ রাঙ্গামাটিতে দরিদ্র নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ-ছবি: বাংলানিউজ

রাঙ্গামাটি: রাঙ্গামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নে ১৮ জন দরিদ্র নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে বালুখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুন কান্তি চাকমা।

বালুখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিজয়গিরি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. সুমনী আক্তার, উপজেলা প্রকৌশলী মো. সোলায়মান, ইউপি সদস্য জীবনা স্মৃতি ত্রিপুরা ও অমনী চাকমা প্রমুখ।

উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুন কান্তি চাকমা বাংলানিউজকে বলেন, বর্তমান সরকার নারীদের আত্মসামাজিক উন্নয়নে অত্যন্ত আন্তরিক। এটি একটি ভালো উদ্যোগ। নারী স্বাবলম্বী হলে পরিবারে স্বাচ্ছন্দ্য ফিরে আসে। তাই তিনি নারীর উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগকে স্বাগত জানান।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।