কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-ছবি-বাংলানিউজ
গাজীপুর: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের শীর্ষনেতা মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুফতি আব্দুল হান্নান ও জঙ্গি শরীফ শাহেদুল আলম বিপুলের ফাঁসি কার্যকরকে কেন্দ্র করে কাশিমপুর কারাগার এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
মঙ্গলবার (১১ এপ্রিল) বিকাল ৫টার দিকে কারাগারের সামনে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ সাংবাদিকদের এ কথা জানান।
পুলিশ সুপার জানান, পুলিশ, গোয়েন্দা (ডিবি) ও সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কারা এলাকায় নজরদারি করছে।
বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কিছুদিন আগে টঙ্গীর কলেজ গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ককটেল বিস্ফোরণ করে প্রিজনভ্যান থেকে জঙ্গি নেতা হান্নান ও বিপুলকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। তাদের ফাঁসি কার্যকরকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালাচ্ছে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. মিজানুর রহমান জানান, ফাঁসি কার্যকর করতে সব ধরনের আইনি প্রক্রিয়া শেষ। দুপুরে জঙ্গি নেতা হান্নান ও বিপুলের পরিবারের সদস্যদের সাক্ষাতের জন্য কারাগারে আসতে বলা হয়েছে।
ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি নেতা কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
আরএস/আরআর/জেডএম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।