ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

রৌমারীতে অগ্নিকাণ্ডে শিশুর মৃত্যু, মা আহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
রৌমারীতে অগ্নিকাণ্ডে শিশুর মৃত্যু, মা আহত রৌমারীতে অগ্নিকাণ্ডে শিশুর মৃত্যু, মা আহত-ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবের ইউনিয়নের পালের চর গ্রামে অগ্নিকাণ্ডে আল আমিন (২ বছর) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

এসময় শিশুটির মা শাহিদা (২৫) অগ্নিদগ্ধ হলে তাকে ‌উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পালের চর গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বন্দবের ইউপি চেয়ারম্যান কবীর হোসেন ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে ওই গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী শাহিদা বাড়িতে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে রান্নার জন্য খড়ি আনতে বাইরে গেলে চুলার আগুন ঘরে লেগে যায়। মুহূর্তেই পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এসময় শোবার ঘরে ঘুমিয়ে থাকা দু’বছরের শিশু আল আমিন আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া তিনটি ঘর, আসবাসপত্র, ধান-চালসহ সবকিছু পুড়ে যায়। পরে গ্রামবাসী ছুটে এসে আগুন নেভায়।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাইজুল কবীর বাংলানিউজকে জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় সংশ্লিষ্ট দফতরকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
এএটি/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।