মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের হাপুনিয়া মহাবাগ হাইস্কুলের পাশে অবস্থিত ওই প্রতিষ্ঠানের গুদামে এ অগ্নিকাণ্ড হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দু’টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্লাসিক্যাল হ্যান্ডমেড প্রোডাক্টস বিডির ব্যবস্থাপক দেলোয়ার হোসেন বাংলানিউজকে বিষয়টি জানান।
তিনি জানান, দিনের কাজকর্ম শেষে দুপুরের পর থেকে প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের মাসিক বেতন দেওয়া হচ্ছিলো। একপর্যায়ে বিকেলের দিকে প্রতিষ্ঠানের গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।
তিনি আরও জানান, ছন ও তালপাতাসহ আনুষঙ্গিক সামগ্রী দিয়ে বিভিন্ন পণ্য তৈরি করা হয় এ প্রতিষ্ঠানে। সেসব পণ্য এ গুদামে সংরক্ষণ করা হতো। পরে তা রাজধানী ও দেশের বাইরে পাঠানো হয়। অগ্নিকাণ্ডে গুদামে রক্ষিত প্রায় ২০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেন ব্যবস্থাপক দেলোয়ার হোসেন।
সন্ধ্যায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সোহেল রানা বাংলানিউজকে জানান, তারা মাত্র আগুন নেভানোর কাজ শেষ করেছেন। এ মুহূর্তে ক্ষয়ক্ষতির হিসাবে দেওয়া সম্ভব নয়। অগ্নিকাণ্ডের সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
এমবিএইচ/এএ