মঙ্গলবার (১১ এপ্রিল) বেলা ১১টার দিকে ইউনিয়নের সিদ্দিক বাজার সংলগ্ন খালের ব্রিজটি ভেঙে পড়ে।
দাড়িয়াল ইউনিয়নের সদস্য আ. আজিজ হাওলাদার বাংলানিউজকে জানান, উপজেলা প্রকৌশল বিভাগের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ব্রিজটি ভেঙে যাওয়ায় চন্দ্রমোহন ইউনিয়ন থেকে দাড়িয়ালের মাতুব্বর হাট পর্যন্ত সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এ ব্রিজ দিয়ে বিভিন্ন যানবাহন চলাচল করতো। বর্তমানে নৌকার মাধ্যমে খেয়া পারাপার সচল রাখা হয়েছে।
দাড়িয়াল ইউনিয়নের চেয়ারম্যান এম এ জব্বার বাবুল জানান, সমস্যা সমাধানের জন্য উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
এমএস/আরআর/এএ