ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

আমাদের অগ্রগতিতে অনেক দেশই হিংসা করে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
আমাদের অগ্রগতিতে অনেক দেশই হিংসা করে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী আলোচনা সভা

জামালপুর: পরিকল্পনা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আবুল কালাম আজাদ এমপি বলেছেন, আমাদের দেশের অগ্রগতিতে প্রতিবেশী অনেক দেশই হিংসা করে।

মঙ্গলবার (১১ এপ্রিল) জামালপুরের বকশীগঞ্জ উপজেলা হলরুমে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
সাবেক তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ আরো বলেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন দেশে আইএস নেই।

কিন্তু আন্তর্জাতিক একটি মহল এ দেশে আইএস এর ভূত চাপিয়ে দেশকে সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করার গভীর চক্রান্তে লিপ্ত। এ চক্রান্ত রোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ছেলে-মেয়েদের লেখাপড়ার পাশাপাশি ভালো সঙ্গ সম্পর্কে ধারণা দিয়ে তাদের মানুষ করতে হবে। সন্তান যেন বিপথে না যায় সে ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসান সিদ্দিকের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদিকুর রহমান, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
এনটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।