ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

নাটোরে মাসব্যাপী তাঁত ও বস্ত্র মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
নাটোরে মাসব্যাপী তাঁত ও বস্ত্র মেলা শুরু নাটোরে মাসব্যাপী তাঁত ও বস্ত্র মেলা শুরু

নাটোর: তাঁত ও বস্ত্র শিল্পের প্রসার ও প্রচারের লক্ষ্যে এবং নববর্ষ উপলক্ষ্যে নাটোরে মাসব্যাপী তাঁত ও বস্ত্র মেলা শুরু হয়েছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে শহরের কানাইখালি মাঠে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে এই মেলার উদ্বোধন করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

নাটোর জজ কোর্টের পাবলিক প্রসিউকিটর (পিপি) অ্যাডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক শাহিনা খাতুন, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, মেয়র উমা চৌধুরী, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক সৈয়দ মর্তুজা আলী বাবলু, দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, মহিলা আওয়ামী লীগ নেত্রী নাসিমা বানু লেখা, জেলা যুবলীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও মেলা উদযাপন কমিটির আহ্বায়ক রুহুল আমীন বিপ্লবসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।