ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়ি-রাঙ্গামাটিতে সকাল-সন্ধ্যা হরতাল চলছে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
খাগড়াছড়ি-রাঙ্গামাটিতে সকাল-সন্ধ্যা হরতাল চলছে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সকাল-সন্ধ্যা হরতাল চলছে-ছবি-বাংলানিউজ

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মহালছড়ির মোটরসাইকেল চালক ছাদিকুল ইসলামের (২২) হত্যাকারীদের শাস্তির দাবিতে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। 

বুধবার (১৯ এপ্রিল) সকাল ৬টা থেকে শুরু হয়ে হরতাল চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ এই হরতালের ডাক দিয়েছে।

 

হরতালের কারণে খাগড়াছড়ির সঙ্গে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। অভ্যন্তরীণ সড়কেও যান চলছে না। বন্ধ রয়েছে দোকানপাট।  

হরতালের সমর্থনে সকালে মিছিল করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের নেতাকর্মীরা।  

সকাল সাড়ে ৭টার দিকে মিছিলটি শাপলা চত্বর থেকে আদালত সড়কের দিকে যাওয়ার সময় মাস্টার পাড়া মোড়ে পাথর বোঝাই একটি ট্রাক ভাংচুর করে পিকেটাররা।  

পুলিশ ধাওয়া করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশের হামলায় বাঙ্গালী ছাত্র পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাঈন উদ্দিনসহ তিন কর্মী আহত হন।

হরতালে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

গত ১০ এপ্রিল ছাদিকুল মহালছড়ি থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলে যাত্রী নিয়ে যাওয়ার পর নিখোঁজ হন। নিখোঁজের তিনদিন পর ১৩ এপ্রিল রাতে রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার দুর্গম ঘিলাছড়ি এলাকায় মাটিচাপা দেওয়া অবস্থায় ছাদিকুলের মরদেহ উদ্ধার করে পুলিশ।  

এ ঘটনায় খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও মহালছড়িতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

ছাদিকুলের হত্যার ঘটনায় তার বড় ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে নানিয়ারচর থানায় হত্যা মামলা করেন। ইতোমধ্যে এই ঘটনায় জড়িত সন্দেহে পল্টু চাকমা নামে এক যুবককে আটক করেছে পুলিশ।  

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭/আপডেট: ১৬০৬ ঘণ্টা
আরআর/আরআই/এসএইচ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।