এছাড়া রাজধানীতে সিটিং সার্ভিস চলাচল নিয়ে সৃষ্ট অরাজকতা সম্পর্কে তিনি বলেন, জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কোন সিদ্ধান্ত নেয়া ঠিক নয়। সিটিং সার্ভিস নিয়ে বিকেলে বিআরটিএতে পর্যালোচনা বৈঠক করে সিদ্ধান্ত নেয়া হবে।
বুধবার (এপ্রিল ১৯) সকাল সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম -কক্সবাজার রুটে নতুন বাস উদ্বোধনের সময় বক্তব্য রাখছিলেন মন্ত্রী। সিল্কলাইন ট্রাভেলস নামে ওই পরিবহন ৯টি বাস নিয়ে এ রুটে যাত্রা শুরু করে।
রাজধানীতে গণপরিবহন আরও দরকার জানিয়ে মন্ত্রী বলেন, আগামী মে মাসের শুরুতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পরিবহন মালিকদের নিয়ে আমার সঙ্গে বৈঠক করবেন। তারা চারশ’ বাস নামানোর একটি সিদ্ধান্ত নিয়েছেন।
এছাড়া উবারের চলাচল প্রসঙ্গে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, উবার বন্ধ না রেখে এ বিষয়ে আলোচনা চলছে কিভাবে একটি সিস্টেমের মধ্যে এটি নিয়ে আসা যায়।
বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
আরআই