ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

বীরগঞ্জে জেএমবি সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
বীরগঞ্জে জেএমবি সদস্য আটক

দিনাজপুর: দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ী এলাকা থেকে আব্দুর সাত্তার (৩৫) নামে এক জেএমবি সদস্যকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

মঙ্গলবার (১৮ এপ্রিল) দিনগত রাতে তাকে ঝাড়বাড়ী বাজার থেকে আটক করা হয়।

আটক সাত্তার পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার মৈমারি হাকিমপাড়া গ্রামের রফিজ উদ্দিনের ছেলে।

নীলফামারী র‌্যাব ক্যাম্পের কমান্ডিং অফিসার মো. আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, দীর্ঘদিন থেকে সাত্তারের সন্ধানে ছিল র‌্যাব। গোপন সংবাদের ভিত্ততে অভিযান চালিয়ে তাকে বীরগঞ্জ থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।