মঙ্গলবার (১৮ এপ্রিল) দিনগত রাতে তাকে ঝাড়বাড়ী বাজার থেকে আটক করা হয়।
আটক সাত্তার পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার মৈমারি হাকিমপাড়া গ্রামের রফিজ উদ্দিনের ছেলে।
নীলফামারী র্যাব ক্যাম্পের কমান্ডিং অফিসার মো. আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, দীর্ঘদিন থেকে সাত্তারের সন্ধানে ছিল র্যাব। গোপন সংবাদের ভিত্ততে অভিযান চালিয়ে তাকে বীরগঞ্জ থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
এমজেএফ