খবর পেয়ে বুধবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) মর্গে পাঠিয়ে দেয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, কি কারণে কে বা কারা ওই ব্যক্তিকে হত্যা করেছেন সে বিষয়ে জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, উপজেলার শাখারিয়া ইউনিয়নের গোপালবাড়ি-চালিতাবাড়ি আঞ্চলিক সড়কের পাশের একটি ধান ক্ষেতে এক ব্যক্তির গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী।
পরে পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরনে ছিল লুঙ্গি। ধারালো অস্ত্র দিয়ে তার গলাকাটা হয়েছে বলে জানান স্থানীয় হারুনুর রশীদসহ বেশ কয়েকজন।
বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
এমবিএইচ/জেডএস