ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

রাঙ্গামাটিতে সকাল-সন্ধ্যা হরতাল চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
রাঙ্গামাটিতে সকাল-সন্ধ্যা হরতাল চলছে

রাঙ্গামাটি: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মোটরসাইকেল চালক সাদিকুল ইসলাম হত্যাকারীদের গ্রেফতার ও ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার দাবিতে রাঙ্গামাটিতে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে।

পার্বত্য নাগরিক পরিষদ এবং পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের ডাকে বুধবার (১৯ এপ্রিল) সকাল ৬টা থেকে এ হরতাল চলছে। ফলে সড়ক ও নৌ পথে কোনো যানবাহন ছেড়ে যায়নি।

শহরেও সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

বন্ধ রয়েছে দোকান-পাট। সরকারি অফিস-আদালত খোলা থাকলেও লোক সমাগম কম।

এদিকে, সকালে শহরের বনরূপা এবং মানিকছড়ি এলাকায় বাঙালি সংগঠনগুলোর নেতাকর্মীদের পিকেটিং করতে দেখা গেছে। দুপুর পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এবং পুলিশ মোতায়েন রয়েছে।

এ ব্যাপারে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর বলেন, হরতালের সমর্থনে আমরা শহরের মানিকছড়ি এবং বনরূপা এলাকায় অবস্থান নিয়েছি। আমাদের দাবি মানা না হলে আরো কঠোর আন্দোলন করা হবে।

এদিকে, রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রশিদ জানান, শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখনো কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

চলতি বছরের ১০ এপ্রিল ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক সাদিকুলকে অপহরণ করা হয়। এর তিনদিন পর ১৩ এপ্রিল রাঙ্গামাটির নানিয়াচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নে মাটি চাপা দেওয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনার জন্য বাঙালি সংগঠনগুলো পাহাড়ি আঞ্চলিক সংগঠনগুলোকে দায়ী করছে।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।