বুধবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে অনির্দিষ্টকালের জন্য উৎপাদন বন্ধ করা হয়েছে বলে কারখানার কারিগরি বিভাগ সূত্র জানিয়েছে।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক এস এস কামরান বাংলানিউজকে জানান, শনিবার (১৫ এপ্রিল) বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ কারখানা বন্ধ রাখতে চিঠি দেয়।
তিনি আরো জানান, চলতি অর্থ বছরে কারখানা থেকে ৮০ হাজার মেট্রিক টন সার উৎপাদন হয়েছে। পর্যাপ্ত পরিমাণ সার মজুদ থাকায় কমান্ড এরিয়াভুক্ত জেলায় সার সংকটের সম্ভাবনা নেই।
জানা গেছে, উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন এক কোটি ৬৮ লাখ টাকার ১২শ’মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হবে।
বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
এসআই