ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন বন্ধ  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন বন্ধ     

ব্রাহ্মণবাড়িয়া: গ্যাস সরবরাহ বন্ধ থাকায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় ফের উৎপাদন বন্ধ রাখা হয়েছে।

বুধবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে অনির্দিষ্টকালের জন্য উৎপাদন বন্ধ করা হয়েছে বলে কারখানার কারিগরি বিভাগ সূত্র জানিয়েছে।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক এস এস কামরান বাংলানিউজকে জানান, শনিবার (১৫ এপ্রিল) বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ কারখানা বন্ধ রাখতে চিঠি দেয়।

এর প্রেক্ষিতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় বাখরাবাদ কর্তৃপক্ষ। তবে কবে নাগাদ গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে তা জানা যায়নি।

তিনি আরো জানান, চলতি অর্থ বছরে কারখানা থেকে ৮০ হাজার মেট্রিক টন সার উৎপাদন হয়েছে। পর্যাপ্ত পরিমাণ সার মজুদ থাকায় কমান্ড এরিয়াভুক্ত জেলায় সার সংকটের সম্ভাবনা নেই।  

জানা গেছে, উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন এক কোটি ৬৮ লাখ টাকার ১২শ’মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হবে।  

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।