ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

শেরপুরে জঙ্গি সন্দেহে ৬ শিক্ষার্থী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
শেরপুরে জঙ্গি সন্দেহে ৬ শিক্ষার্থী আটক

শেরপুর: শেরপুরে একটি ছাত্রাবাস থেকে জঙ্গি সন্দেহে ৬ শিক্ষার্থীকে আটক করেছে শেরপুর সদর থানা পুলিশ।

বুধবার (১৯ এপ্রিল) দুপুরে এ প্রতিবেদন লেখার সময় তাদের জিজ্ঞাসাবাদ চলছিল। এর আগে মঙ্গলবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে জেলার পুলিশ সুপার (এসপি) মো. রফিকুল হাসান গণির নেতৃত্বে শহরের চকবাজারের একটি ছাত্রাবাসে অভিযান চালানো হয়। এ সময় ৬ শিক্ষার্থীকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে দু’টি ল্যাপটপ ও দু’টি কম্পিউটার জব্দ করা হয়।

আটক ছাত্রদের বাড়ি শেরপুর, জামালপুর ও নেত্রকোনা জেলায় এবং তারা শেরপুর সরকারি কলেজ ও শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ছাত্র বলে একটি বিশেষ সূত্রে জানা গেছে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, তদন্তের স্বার্থে আটক শিক্ষার্থীদের নাম-পরিচয়  এখনি জানানো যাচ্ছে না। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারপর সিদ্ধান্ত জানানো হবে বলে ওসি জানান।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, ১৯ এপ্রিল, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।