ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

ঢাকা-কক্সবাজার রুটে নতুন বাস ‘সিল্কলাইন ট্রাভেলস’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
ঢাকা-কক্সবাজার রুটে নতুন বাস ‘সিল্কলাইন ট্রাভেলস’ সিল্কলাইন ট্রাভেলস-এর বাস- ছবি- কাশেম হারুন

ঢাকা: অত্যাধুনিক ও বাড়তি সেবা নিয়ে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে চালু হলো নতুন একটি পরিবহন  ‘সিল্কলাইন ট্রাভেলস’।প্রাথমিকভাবে ৯টি বাস নিয়ে শুরু হয়েছে এ বাসের সেবা। সকালে ও রাতে নির্ধারিত সময়ে ঢাকা থেকে কক্সবাজার এবং কক্সবাজার থেকে ঢাকায় আসবে বাসটি।
 
 

বুধবার (১৮ এপ্রিল) সকালে মানিক মিয়া এভিনিউতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ২৮ আসনের কোরিয়ান হুন্দাই কোম্পানির ‘সিল্কলাইন ট্রাভেলস’-এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিআরটিএ চেয়ারম্যান মশিউর রহমান উপস্থিত ছিলেন।

 
 
বাসটি তার প্রতি ট্রিপেই একজন যাত্রীকে ৠাফেল ড্রয়ের মাধ্যমে পুরস্কৃত করবে। আর প্রতি মাসে একটি র‌্যাফেল ড্র হবে যেখানে‘কাপল অফার’ দেওয়া হবে। এতে স্বামী-স্ত্রী ২ রাত ৩ দিন কক্সবাজারে সায়মন বিচ রিসোর্টে থাকা ও বাস টিকিট ফ্রি পাবেন।
 
এছাড়া বাসের সব যাত্রীকে সংবাদপত্র দেওয়া হবে। বাসেই থাকবে কফি ও স্ন্যাক্সবারের ব্যবস্থা। মুক্তিযোদ্ধাদের জন্য টিকিটে ৩৫ শতাংশ মূল্য ছাড় থাকবে। এছাড়া প্রতিবন্ধী-অটিস্টিকদের জন্যও রয়েছে ছাড়ের ব্যবস্থা। যাত্রীদের জন্য থাকবে ‘প্রিভিলেজ কার্ড’। যে কার্ড ব্যবহার করে আকষর্ণীয় ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন যাত্রীরা।  
 
বাসটি উদ্বোধন ঘোষণা করে মন্ত্রী তার বক্তব্যে বলেন, ‘বাসটি আধুনিক এবং ভালো কোম্পানির। এ বাসের সেবা যাত্রীদের জন্য ভালো ও আরামদায়ক হবে। শুরুতে যেভাবে বিভিন্ন অফার ও ডিসকাউন্ট দেওয়া হচ্ছে তা শেষ পর্যন্ত যেন রাখা হয়-সেটিও উল্লেখ করেন মন্ত্রী।
 
উদ্বোধন অনুষ্ঠানে বাসের মালিক চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলম দিদার বলেন, এ রুটে অন্যান্য বাস সার্ভিসের মতো এ বাসের ভাড়া একই হলেও সেবা বেশি। যাত্রীদের আরামদায়ক ওস্বস্তির সেবা দিতেই এ বাস নামানো হয়েছে। ’
 
বাংলানিউজকে ‘সিল্কলাইন ট্রাভেলস’-এর জেনারেল ম্যানেজার আব্দুল কুদ্দুস জানান, ঢাকা-চট্টগ্রাম রুটে বাসটির ভাড়া ১২৫০ টাকা,ঢাকা-কক্সবাজার রুটে ভাড়া ২০০০ টাকা। ঢাকা ও কক্সবাজার থেকে প্রতিদিন সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে রাত ১২টা পর্যন্ত বিভিন্ন সময়ে এ বাস ছাড়বে।
 
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৭
এসএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।