বুধবার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এসএম জামাল আহমেদ এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- দি একমি ফার্মাসিউটিক্যালসের প্রতিনিধি মহিউদ্দীন, অপসোনিনের প্রতিনিধি মোকসেদ উল্লাহ, সোমাটেক ফার্মাসিউটিক্যাল লি. এর প্রতিনিধি মাইনদ্দীন ও বেক্সিমকো কোম্পানির প্রতিনিধি গিয়াস উদ্দীন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জামাল আহমেদ বাংলানিউজকে জানান, দণ্ডপ্রাপ্তরা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্দেশ অমান্য করে চিকিৎসকদের রুমে বসে চিকিৎসা সেবা ব্যাহত করে করছিলেন। এতে করে চিকিৎসকরা রোগিদের সঠিক চিকিৎসা দিতে হিমসিম খাচ্ছিলেন। এসময় রোগীদের অভিযোগে র্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যদের সহযোগিতায় গাংনী উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদশে সময়: ১৪৩১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
এনটি