বুধবার (১৯ এপ্রিল) দুপুরে ঝিনাইদহ-যশোর সড়কের খড়িখালী আমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মির্জা শামছুর রহমান ঝিনাইদহ শহরের চাকলা পাড়া এলাকার মির্জা সিরাজুল হকের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) প্রবীর কুমার বিশ্বাস বাংলানিউজকে জানান, দুপুরে কালীগঞ্জ থেকে একটি ট্রাক ঝিনাইদহে যাচ্ছিল। ট্রাকটি খড়িখালী এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে শামছুর রহমানের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে রাস্তার ওপর পড়ে গিয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
শামছুর রহমানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
এনটি