ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

বাগদা চিংড়ির রেণুসহ আটক ১০ জনের জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
বাগদা চিংড়ির রেণুসহ আটক ১০ জনের জরিমানা বাগদা চিংড়ির রেণুসহ আটক ১০ জনের জরিমানা-ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালে বাগদা চিংড়ির রেণু আহরণ করার দায়ে ১০ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৯ এপ্রিল) দুপুরে বরিশাল সদরের নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) মো. নাজমুল হুসেইন খাঁন তাদের এ জরিমানা করেন।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন, মাদারীপুরের আমির হোসেন (৩৫), বাগেরহাটের শেখ মিন্টু (৩০), ভোলার মোক্তার হোসেন (১৯), শীফ (৪৫), আবু সাইদ (৩০), রিয়াজ (২৬), মনির (২০), তৈয়েব হোসেন সরদার (৩০), ফারুক (৩০) ও ইউনুছ(২৪)।

 

অভিযানের নেতৃত্ব প্রদানকারী র‌্যাব-৮ এর সহকারী পরিচালক মো. হাছান আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে ঢাকা মেট্রো-ট-১৮-৯৫৩৮ নং ট্রাকে করে বাগদা চিংড়ি রেণু বরিশাল হয়ে বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় যাচ্ছে।

 

এ খবরের ভিত্তিতে বুধবার ভোরে কাশিপুর বাজার সংলগ্ন পেট্রোল পাম্প এলাকায় অভিযান পরিচালনা করে ট্রাকটির ভেতর থেকে ১৪টি ড্রামে রক্ষিত তিন লাখ বাগদা চিংড়ি রেণু জব্দ করা হয়।

 

পাশাপাশি ট্রাকের চালকসহ ১০ জনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের  সোপর্দ করলে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

উদ্ধারকৃত বাগদা চিংড়ির রেণু পুনরায় মিঠা পানিতে অবমুক্ত কর‍া হয়। এ সময় জেলা মৎস্য দফতরের মৎস্য কর্মকর্তা (হিলসা) বিমল চন্দ্র দাস উপস্থিত ছিলেন।

 

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭

এমএস/এএটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।