ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

পাংশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
পাংশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

রাজবাড়ী: রাজবাড়ীর পাংশা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নজরুল ইসলাম খান (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার পাট্টা ইউনিয়নের উত্তরপাট্টা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নজরুল ইসলাম ওই গ্রামের মৃত লোকমান খানের ছেলে।

পাট্টা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রব মুনা বাংলানিউজকে জানান, বুধবার সকাল ১০টার দিকে নজরুল তার নবনির্মিত পাকা ঘরের ইটের দেয়ালে মটর দিয়ে পানি দিচ্ছিলেন। এসময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জেল হোসেন বাংলানিউজকে এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, ১৯ এপ্রিল, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।