ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে ফিটনেসবিহীন যানবাহন ও চালকদের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
হবিগঞ্জে ফিটনেসবিহীন যানবাহন ও চালকদের জরিমানা হবিগঞ্জে ফিটনেসবিহীন যানবাহন ও চালকদের জরিমানা

হবিগঞ্জ: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে চলাচলকারী বিভিন্ন যানবাহন ও চালকদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৯ এপ্রিল) দুপুরে যানবাহনের ফিটনেস ও চালকদের ড্রাইভিং লাইসেন্স না থাকায় হবিগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খান ও রুয়েল সাংমার এ জরিমানা করেন।

অভিযানকালে সড়ক ও জনপথ মন্ত্রণালয়ের নির্দেশে প্রায় ৩০টি যানবাহনের বাম্পার কেটে ফেলা হয়।

এছাড়াও শ্যামলী ও হানিফ পরিবহনসহ বিভিন্ন যানবাহনকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় বিআরটিএ হবিগঞ্জের মোটরযান পরির্দশক হাফিজুল ইসলাম ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ অভিযানে সহযোগিতা করে।

বাংলাদেশ সময়: ১৮৫৫৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।