ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটের  কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
কালীগঞ্জে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটের  কারাদণ্ড

লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় এরশাদুল ইসলাম (২৫) নামে এক বখাটেকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৯ এপ্রিল) সকালে এ আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন ভূঁইয়া।

সাজার আদেশপ্রাপ্ত এরশাদুল ইসলাম উপজেলার চলবলা ইউনিয়নের বারজান গ্রামের আব্দুল মজিদের ছেলে।

কালীগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আজিজুল ইসলাম বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে নবম শ্রেণির এক ছাত্রীকে হয়রানি করে আসছিলেন এরশাদুল। সকালে স্কুলে যাওয়ার পথে তিনি মেয়েটির পথরোধ করে শ্লীলতাহানীর চেষ্টা করেন। এসময় মেয়েটির চিৎকারে স্থানীয়রা ছুটে এসে এরশাদুলকে আটক করে পুলিশে সোপর্দ করে।

পরে আটক এরশাদুলকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক এ আদেশ দেন।

এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বাংলানিউজকে জানান, এরশাদুলকে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।