তিনি মাগুরা শহরের গ্রামীণ মেডিকেল সার্ভিসেস সেন্টারে এ পরিচয়ে দেড় মাস ধরে রোগী দেখে আসছেন। এই ভুয়া চিকিৎসককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৯ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট দীপক কুমার দেব শর্মা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এ দণ্ড দেন।
ঢাকা মেডিকেলের সহকারী অধ্যাপক, বিসিএস ও নিউরো মেডিসন বিশেষজ্ঞ পরিচয়দানকারী খোরশেদ আলম ঢাকা মেডিকেল থেকে এমবিবিএস ও এফসিপিএস মেডিসিন, এমডি নিউরোলজি এবং লন্ডন থেকে এফআরসিপি ডিগ্রি অর্জন করেছেন বলে দাবি করার পাশাপাশি ব্যবস্থাপত্রেও এ সব ডিগ্রি উল্লেখ করেছেন।
তবে অনলাইনে কাগজপত্র যাচাই করলে তার সব সনদপত্রই ভুয়া বলে প্রমাণিত হয়। এ কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মাগুরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার সুব্রত বিশ্বাস বাংলানিউজকে জানান, তারা খোঁজ খবর নিয়ে জেনেছেন, খোরশেদ আলম ৮ম শ্রেণি পাস। এর আগে তিনি ভুয়া চিকিৎসক হিসেবে ধরা পড়ে কুমিল্লায় ৬ মাস জেল খেটেছেন। তবে তিনি এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ১৯ এপ্রিল, ২০১৭
আরএ