বুধবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের কামারেরভিটা গ্রামে এ ঘটনা ঘটে। রাহেলা বেগম ওই গ্রামের সামিউল ইসলামের স্ত্রী।
স্থানীয়রা জানান, বিকেলে রাহেলা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে তিস্তা নদীর চর থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
এসআই