ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন এনায়েত করিম

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন এনায়েত করিম পশ্চিবঙ্গের কলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউট অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এনায়েত করিমের হাতে পদক তুলে দেওয়া হয়

ঢাকা: ভারতের সম্মানজনক ‘মাদার তেরেসা অ্যাওয়ার্ড’ পেলেন সমাজ সেবক এবং হিন্দু-মুসলিম মৈত্রী বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এনায়েত করিম। 

সমাজ সেবায় বিশেষ অবদান রাখার জন্য মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটি তাকে ‘বেস্ট অ্যাওয়ার্ডি অব দ্য ইয়ার’ শীর্ষক এ সম্মাননা দেয়।  

মঙ্গলবার (১৮ এপ্রিল) পশ্চিবঙ্গের কলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউট অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এনায়েত করিমের হাতে পদক তুলে দেওয়া হয়।

এনায়েত করিম বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা এবং বৈশাখী টেলিভিশনের উপদেষ্টা। তিনি বরিশালের গৌরনদী উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।