ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মাঘ ১৪৩১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ শাবান ১৪৪৬

জাতীয়

‘শেখ হাসিনা নারী ক্ষমতায়নের জন্য বিশ্বে সমাদৃত’

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
‘শেখ হাসিনা নারী ক্ষমতায়নের জন্য বিশ্বে সমাদৃত’

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে কার্যকরী ভূমিকা রেখেছেন যা, সারা বিশ্বে সমাদৃত হচ্ছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। 

বুধবার (১৯ এপ্রিল) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মিলনায়তনে ‘বিশ্ব সমাজকর্ম দিবস ২০১৭’ উপলক্ষে আয়োজিত  আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।  

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দিয়েছেন।

নারীর ক্ষমতায়নে তিনি কার্যকরী ভূমিকা রেখেছেন যা সারা বিশ্বে সমাদৃত হচ্ছে। দেশের টেকসই উন্নয়নে এবং সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার জন্য সবার সহযোগিতা করা উচিত। নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব এবং কর্তব্য নিয়ে সম্পদের সুষম ব্যবস্থাপনার মধ্য দিয়ে আমাদের দেশ আরো এগিয়ে যাবে।

এসময় তিনি বিশ্ব সমাজকর্ম দিবসের প্রতিপাদ্য সর্বোপরিভাবে বাস্তবায়নের লক্ষ্যে সমাজকর্ম শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজসেবা অধিদপ্তরের আন্তঃসহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণের ফলে আমাদের মাথাপিছু আয় দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তবে আমাদের দেশে নানা ধরনের নতুন সামাজিক সমস্যার উদ্ভব ঘটছে। সমাজকর্ম বিষয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পেশাদারিত্ব রক্ষার্থে এসব সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে।  

তিনি আরো বলেন, সাহায্যকারী পেশা হিসেবে সমাজকর্ম হলো সমস্যা সমাধানের সক্ষমকারী প্রক্রিয়া। বিশ্বায়নের এ যুগে সমাজকর্মের যথাযথ জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধ ছাড়া সমাজ সৃষ্ট সমস্যার চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব নয়। শিক্ষার্থীরা তাদের মেধা, সৃজনশীলতা ও কর্মক্ষমতার দ্বারা সামাজিক সমস্যা সমাধানের মাধ্যমে এ বিষয়ের স্বকীয়তা তুলে ধরতে এবং সমাজকর্ম পেশার মর্যাদা বৃদ্ধি করতে পারে।  

সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবুল হোসেন-এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. প্রিয়ব্রত পাল।

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
ডিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।