বুধবার (১৯ এপ্রিল) সকালে পাবনার চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানের নেতৃত্বে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়।
বীরবলের হালখাতা, চার ইয়ারী কথা, আহুতি, নীললোহিতসহ অসংখ্য গ্রন্থের কালজয়ী লেখক প্রমথ চৌধুরীর পৈত্রিক নিবাস পাবনা চাটমোহর উপজেলার হরিপুরে।
এদিকে, প্রমথ চৌধুরীর বাড়ি দখলমুক্ত হওয়ায় স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন।
তারা বলছেন, এই জায়গায় প্রমথ চৌধুরীর নামে যদি একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় তাহলে পরবর্তী প্রজন্ম তাকে স্মরণ করবে।
এ প্রসঙ্গে প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষণ পরিষদের সদস্য ইসারত আলী বলেন, উপমহাদেশের প্রখ্যাত কথা সাহিত্যিক প্রমথ চৌধুরী আমাদের পাবনার গর্ব। দখলদাররা তার স্মৃতিচিহ্ন বাড়িটি দখল করে রেখেছিল। দিনে দিনে নষ্ট হয়ে যাচ্ছিলো সব কিছু। তাই বাড়ি উদ্ধারের জন্য আমরা আন্দোলন করেছি। দীর্ঘদিন ধরে আন্দোলন করার পর প্রশাসন দখলদারদের উচ্ছেদ করায় আমরা খুবই খুশি।
আমরা সরকারের প্রতি কালজয়ী এ সাহিত্যিকের স্মৃতি রক্ষার্থে তার পৈত্রিক ভিটায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানাচ্ছি।
চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান জানান, প্রমথ চৌধুরীর স্মৃতি ধরে রাখতে স্থানীয়দের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এ দাবি সরকারের উচ্চ পর্যায়ে জানানো হবে।
বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
এসআই