মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে ঢাকা রিপোটার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বন্ধ থাকা সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষকের একধাপ নিচে বেতন নির্ধারণ ও প্রধান শিক্ষকদের দশম গ্রেডসহ ক্রসপন্ডিং স্কেল দ্রুত বাস্তবায়নের দাবি জানান বক্তারা।
আগামী ১ মে’র মধ্যে দাবি না মানলে ২ মে প্রতি উপজেলা চত্বরে মানববন্ধন এবং ৪ মে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবেন প্রাথমিক শিক্ষক সমিতি।
সংগঠনের সভাপতি আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কাসেমসহ শিক্ষক নেতারা।
বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
এমইউএম/জিপি/জেডএস