বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন যুক্তরাজ্যের সাবেক এই প্রধানমন্ত্রী।
এদিন দুপুরে একটি পোশাক কারখানা পরিদর্শন করবেন ক্যামেরন, যেখানে ডিএফএআইডির সহায়তায় দক্ষ কর্মী তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়।
বেলা ৩টায় রাজধানীর হোটেলে ওয়েস্টিনে ব্র্যাকের ব্যবস্থাপনায় যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টারের (আইজিসি) বাংলাদেশ চ্যাপ্টার আয়োজিত ‘ভঙ্গুর অবস্থা, প্রবৃদ্ধি ও উন্নয়ন: বাংলাদেশের অগ্রগতি’ শীর্ষক গোলটেবিল আলোচনায় অংশ নেবেন তিনি। এদিন সন্ধ্যায় ঢাকা ছাড়বেন ডেভিড ক্যামেরন।
বাংলাদেশ সময়: ০৭০২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
কেজেড/এমজেএফ