ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে ২ ট্রাকের সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৪ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
টাঙ্গাইলে ২ ট্রাকের সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চরভাবলা এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা দুর্ঘটনা কবলিত দুই ট্রাকের চালক বলে জানা গেলেও তাদের নাম জানা যায়নি।

তবে তাদের একজনের বাড়ি সিরাজগঞ্জে এবং অপরজনের বাড়ি রাজশাহীতে বলে জানিয়েছে পুলিশ।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান বাংলানিউজকে জানান, সকালে চরভাবলা নামক স্থানে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা উত্তরবঙ্গগামী আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই ট্রাকের চালক নিহত হন।  

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।