ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৯ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
আশুলিয়ায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ

আশুলিয়া, সাভার: আশুলিয়ায় দুই মাসের বকেয়া বেতন ও এক বছরের মাতৃত্বকালীন ছুটি ভাতার দাবিতে আব্দুল্লাহপুর বাইপাইল মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। 

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত আশুলিয়ার জামগড়া ছয়তলা এলাকায় অবস্থান নিয়ে শেখ ফ্যাশন লিমিটেড নামে একটি কারখানার প্রায় দুই হাজার শ্রমিক মহাসড়ক অবরোধ করে রাখেন।  

শ্রমিকরা জানান, দুই মাস ধরে কোনো বেতন দিচ্ছে না কারখানা কর্তৃপক্ষ।

এছাড়া মাতৃত্বকালীন ছুটির ভাতাও পাচ্ছেন না নারী শ্রমিকরা। এতে সন্তান ও পরিবার নিয়ে কষ্টে দিন পার করতে হচ্ছে তাদের। দুই মাস ধরে বেতন দেয়ার আশ্বাস দিয়ে আসছিলে। কিন্তু বেতন না দিয়ে উল্টো কারখানা থেকে বের করে দেয়ার হুমকি দিচ্ছে কর্তৃপক্ষ। এছাড়া কয়েক ধাপে কারখানা বন্ধের নোটিশও দিয়ে আসছিলেন তারা। বৃহস্পতিবার সকালে কারখানার সামনে বন্ধের নোটিশ দেখে বাধ্য হয়ে রাস্তায় অবস্থান নেন শ্রমিকরা। পরে পুলিশ এসে টিয়ারশেল ছুড়ে এবং মারধর করে তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়।  

এসময় কয়েকজন শ্রমিক আহত হয়েছেন বলেও জানান তারা।
 
শিল্প পুলিশ-১ এর পরিচালক কাওসার সিকদার বাংলানিউজকে জানান, বেতন-ভাতা না পেয়ে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুরের চেষ্টা করেন। পরে যান-মালের কথা চিন্তা করেই তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে।  

তিনি আরো বলেন, আমরা মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে রোববার বকেয়া বেতন-ভাতা পরিশোধের জন্য সময় বেধে দিয়েছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এছাড়া কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।