বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত আশুলিয়ার জামগড়া ছয়তলা এলাকায় অবস্থান নিয়ে শেখ ফ্যাশন লিমিটেড নামে একটি কারখানার প্রায় দুই হাজার শ্রমিক মহাসড়ক অবরোধ করে রাখেন।
শ্রমিকরা জানান, দুই মাস ধরে কোনো বেতন দিচ্ছে না কারখানা কর্তৃপক্ষ।
এসময় কয়েকজন শ্রমিক আহত হয়েছেন বলেও জানান তারা।
শিল্প পুলিশ-১ এর পরিচালক কাওসার সিকদার বাংলানিউজকে জানান, বেতন-ভাতা না পেয়ে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুরের চেষ্টা করেন। পরে যান-মালের কথা চিন্তা করেই তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, আমরা মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে রোববার বকেয়া বেতন-ভাতা পরিশোধের জন্য সময় বেধে দিয়েছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এছাড়া কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭
এসআই