বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে বিমানবন্দরের আগমনী লাউঞ্জ থেকে তাকে আটক করা হয়। ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) মো. আল-আমিন বাংলানিউজকে বিষয়টি জানান।
তিনি বলেন, সকাল সাড়ে ৯টায় রিজেন্ট এয়ারওয়েজের মাস্কাট-চট্টগ্রাম-ঢাকা রুটের একটি ফ্লাইটে (আরএক্স-৭২৪) শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন আজিজুর। গোপন সংবাদের ভিত্তিতে প্রিভেনটিভ টিম সকাল সাড়ে ১০টায় আগমনী লাউঞ্জে গিয়ে তার কাছে স্বর্ণ আছে বলে চ্যালেঞ্জ করে। কিন্তু আজিজুর তা অস্বীকার করেন। পরে তার দেহ তল্লাশি করে কোমর থেকে ২২ পিস স্বর্ণের বার জব্দ করা হয়।
সহকারী কমিশনার (প্রিভেনটিভ) মো. আল-আমিন জানান, উদ্ধার করা স্বর্ণের ওজন ২ কেজি ৫শ’ গ্রাম। এর বাজারমূল্য এক কোটি ২৫ লাখ টাকা।
জিজ্ঞাসাবাদে আজিজুর রহমান কাস্টমস কর্মকর্তাদের জানান, তিনি চট্টগ্রাম হতে রিজেন্টের ওই ফ্লাইটে ওঠেন। পেশায় আজিজুর ইলেকট্রনিক মিস্ত্রি।
এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আসামিকে থানায় সোপর্দ করা হবে বলে জানান মো. আল-আমিন।
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৭/আপডেট ১৩৪৪ ঘণ্টা
এসজে/ওএইচ/জেডএস/এইচএ/